প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৯৯৮ সালে আইড়িয়াল প্রকল্পের আওতায় ৫ টি উপজেলায় এবং ১৯৯৯ সলে নোরাড় প্রকল্পের আওতায় ১০টি উপজেলায় এই অফিসটি চালু করে। পরবর্তীতে ২০০৫ সালের ২৪ নভেম্বর সারা দেশের ৪৮১টি ইউআরসিকে জনবল সহ রাজস্ব বাজেটে স্থানান্তর করা হয়। ২০১৩ সালে নব সৃজিত ২৪টি প্রশাসনিক উপজেলায় পিইডিপি-৩ আওতায় ইউআরসিতে জনবল নিয়োগ দেওয়া হয়।বর্তমানে সারা দেশের ৫০৫টি উপজেলা/থানায় ইউআরসির কার্যক্রম চালু হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS