Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

 নাসিরনগর উপজেলার আয়তন ২৯৪.৩৬ বর্গ কিলোমিটার (৭২,৭৩৮ একর)।[৩] ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তরে অবস্থিত এ উপজেলাটি চট্টগ্রাম বিভাগের সর্ব উত্তরের উপজেলা। এ উপজেলার দক্ষিণ-পশ্চিমে ও দক্ষিণে সরাইল উপজেলা, দক্ষিণ-পূর্বে বিজয়নগর উপজেলা, পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা, উত্তরে বলভদ্রা নদীহবিগঞ্জ জেলার লাখাই উপজেলা, উত্তর-পশ্চিমে মেঘনা নদীকিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা এবং পশ্চিমে মেঘনা নদীকিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা অবস্থিত।

সড়কপথঃ ঢাকা-সিলেট/ কুমিল্লা সিলেট মহাসড়ক ধরে সরাইল বিশ্ব রোড থেকে সিএনজি অথবা বাসে করে সরাসরি   নাসিরনগর  উপজেলার কলেজ মোড় হয়ে বামদিকে ২০০ মিটার দরত্বে উপজেলা রিসোর্স সেন্টার নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত। অন্যদিকে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ মোড় হতে পশ্চিমে  ১৫০ মিটার দুরত্বে উপজেলা পরিষদ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়াে এর পশ্চিমে উপজেলা রিসোর্স সেন্টার নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত।

জলপথঃ ভৈরব হতে চাতলপাড় নাসিরনগর নৌপথে অথবা অষ্ট্রগ্রাম নাসিরনগর নৌপথে জেলা পরিষদ ডাকবাংলো নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এর পাশে লঙ্গন নদী ঘাট হতে ৫০ মিটার দক্ষিনে  উপজেলা রিসোর্স সেন্টার নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত।